খাদিমুল ইসলাম,বানারহাট: প্রতি রাতেই এলাকায় হানা দিচ্ছে হাতি। বানারহাট ব্লকের দুরামারির চানাডিপায় হাতির লাগাতার হানায় ফসল নষ্ট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনায় ক্ষোভ বাড়ছে জন মানসে । বৃহস্পতিবার রাত অনুমানিক আড়াইটা নাগাদ মোরাঘাট জঙ্গল থেকে বেড়িয়ে এসে একটি দলছুট হাতি হানা দেয় দুরামারির চানাডিপা এলাকায়। হাতি হানায় ভেঙেছে দুটি বাড়ি ও একটি দোকান। ইতিমধ্যে ওই এলাকায় হাতির হানায় দুই ব্যক্তির মৃত্যু হয় একাধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ক্ষেতে হানা দিয়ে ফসলের ও প্রভূত ক্ষতি করেছে হাতি। হাতির ক্রমাগত আক্রমন থেকে নিস্তার চাইছেন চানাডিপা বাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে একটি দলছুট হাতি চানাডিপা এলাকায় হানা দিয়ে সাহারুল হক নামে এক ব্যক্তির মুদি দোকানের শাটার ভেঙে দেয়। হাতিটির হানায় আজিজ মিয়াঁ ও হরিপদ রায়ের বাড়ির দেওয়াল ও ভেঙেছে। ঘরে ও দোকানে থাকা চাল, আটা খেয়েও সাবাড় করে হাতিটি। গত এক মাসে এই মোরাঘাট জঙ্গল লাগোয়া মোগলকাটা ও চানাডিপা এলাকায় হাতির হানায় দুই ব্যক্তির মৃত্যু সহ কয়েকটি বাড়ি ভাঙা ও ফসল ক্ষতির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সাহারুল হক জানান, ‘ গতকাল রাতে আড়াইটা নাগাদ একটি হাতি এসে দোকানের শাটার ভেঙে দেয়। প্রতিনিয়ন এই এলাকায় হাতি হানা দিয়েই যাচ্ছে। মানুষের অনেক ক্ষতি হচ্ছে বনদপ্তরের উচিৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বন দপ্তরের উচিৎ এই এলাকায় রুটিল টহলদারির ব্যবস্থা করা ’
মোরাঘাট রেঞ্জ সূত্রে জানানো হয়েছে, হাতির হানার খবর পেলেই বনকর্মীরা এলাকায় ছুটে যান। ক্ষতিগ্রস্থরা নিয়ম অনুযায়ী আবেদন করলে তাদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।