জয়দীপ মৈত্র,বালুরঘাট: অবশেষে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরে শুরু হল ফুটপাত মুক্ত অভিযান। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এদিন বালুরঘাট থানা মোড় এলাকায় চলে দখলমুক্ত ফুটপাত অভিযান।।
বালুরঘাট শহরে সেভাবে হকার না থাকলেও, শহরের দোকানদারেরা বেশিরভাগ ক্ষেত্রে দোকানের বাইরে তাদের সামগ্রী সাজিয়ে রাখে, সেক্ষেত্রে ফুটপাতের বেশ কিছুটা দখল করেই চলে কেনাবেচা। সেইসব দোকানদারদের সতর্ক করতে এবং ফুটপাত থেকে সামগ্রী সরিয়ে নেয়ার আবেদন জানিয়ে সচেতনতামূলক অভিযান চালায় বালুরঘাট পৌরসভা। জানাযায় আগামী ১০ই জুলাই অবধি নির্ধারিত সময় সীমা বেঁধে দিয়েছে বালুরঘাট পৌরসভা, ১১ ই জুলাই থেকে যে সমস্ত দোকানদারেরা সরকারি নির্দেশ মানবেননা তাদের ওপর করা বেবস্থা নেবে বালুরঘাট পৌরসভা। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, এদিন দোকানদারদের সতর্ক ও সচেতন করা হয়েছে। এরপরেও ফুটপাতে সামগ্রী রাখলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, পৌরসভার পক্ষ থেকে।
বাইট – অশোক কুমার মিত্র, (চেয়ারম্যান বালুরঘাট পৌরসভা)