মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচান তলায় বুধবার সন্ধ্যায় বাঁকুড়ায় হকার উচ্ছেদের বিরোধীতা করে বামপন্থী ইউনিয়নের তরফ থেকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি শুধু বাঁকুড়া জেলাতেই নয় সারা রাজ্যে সরকারি জায়গা দখল মুক্ত করার নামে বুলডোজার নীতি শুরু হয়ে গেছে। বাঁকুড়া শহরেও হকার উচ্ছেদের নামে বুলডোজার ঘোরাফেরা করছে। সেই কারণেই সমস্ত বামপন্থী ট্রেডইউনিয়ন , আই এন টি ইউ সি, ১২ ই জুলাই কমিটি একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয়েছি। হকার উচ্ছেদের এক মাস আগে তাদের নোটিশ দিতে হবে, উপযুক্ত জায়গায় পুনর্বাসন দিতে হবে এবং সচিত্র পরিচয় পত্র দেওয়ার আবেদন জানানো হয়। সেইসব ব্যবস্থা না করে বাঁকুড়া পৌরসভা হকার উচ্ছেদে নেমে পড়েছে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে। যেখানে হকার উচ্ছেদের এক মাস আগে তাদের নোটিশ দিয়ে জানানো , উপযুক্ত জায়গায় পুনর্বাসন এবং সচিত্র পরিচয় পত্র সেইসব ব্যবস্থা না করে বাঁকুড়া পৌরসভা হকার উচ্ছেদে নেমে পড়েছে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে। হকার উচ্ছেদের বিরোধিতা করে শুক্রবার বাঁকুড়া জেলা শাসক দপ্তরের সামনে ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছেন তারা।