মোহম্মদ শাজাহান আনসারী, বাকূড়াঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা সহ অন্যান্য জেলার মতো বাঁকুড়া শহরের রাস্তার দুপাশে ফুটপাত দখলমুক্ত করার লক্ষে আজ থেকে বাঁকুড়া পৌরসভা ও বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্ক অভিযান শুরু করা হয় l এই অভিযানে ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান আলোকা সেন মজুমদার .ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টারাজ্ .বাঁকুড়া সদর থানার আইসি সুজয় তুঙ্গে এ ছাড়া বিভিন্ন প্রসানিক আধিকারিক l শহরের ফুটপাথে উপর যে সব ব্যবসায়ীরা ফুটপাথ দখল করে ব্যবসা করছেন তাদের কে শহরের কলেজ মোড়ে এর কাছে কৃষকবাজারে বিকল্প প্রচুর সরকারি জায়গা রয়েছে সেখানে তাদের কে ব্যবসা করার জন্য সরে যেতে অনুরোধ জানানো হয় l এবং অবিলম্বে তারা যেন ফুটপাথ খালি করেন l নচেৎ পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনি ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে l