খাদিমুল ইসলাম, নাগরাকাটা:- ডুয়ার্সের নাগরাকাটা শহর সংলগ্ন জলঢাকা নদীতে হস্তিযূথ’কে দীর্ঘ সময় ঘুরে বেড়াতে দেখা গেল। সোমবার পানঝোড়ার জঙ্গলের দিক থেকে বেড়িয়ে হাতি দুটি জলঢাকা নদীতে নেমে পড়ে। এর পর রেল সেতুর কাছে তারা দীর্ঘ সময় তীব্র স্রোতের নদীতে ঘুরে বেড়ায়। সম্ভবত দুটিই মাকনা হাতি, আপাত ভাবে দেখলে মনে হচ্ছিল তারা জলে কিছু খুঁজছে। বিকেল নাগাদ হাতি দুটি আবারো জলঢাকার জঙ্গলে ফিরে যায়। বনকর্মীরা হাতি দুটির উপর নজর রাখছেন বলে জানা গিয়েছে। হাতি দুটি জলে নেমে কিছু খুঁজছিল, নাকি তারা জলকেলিতে ব্যস্ত ছিল, তা স্থানীয় বনকর্মীরা বোঝার চেষ্টা করছেন।