30 C
Kolkata
Tuesday, February 18, 2025
বিশ্ব বাংলা নিউজকলকাতানববারাকপুরে শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশ প্রশাসনের উপর সন্তুষ্ট শাসক এবং বিরোধীরা

নববারাকপুরে শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশ প্রশাসনের উপর সন্তুষ্ট শাসক এবং বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর : শনিবার শেষ হল পশ্চিমবঙ্গের সপ্তম এবং শেষ দফার নির্বাচন।১১০ দমদম উত্তর বিধানসভার ১৬ দমদম লোকসভার কেন্দ্রের নববারাকপুরে ও শান্তিপূর্ণ ভাবে ভোট সুসম্পন্ন হয়েছে।কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নববারাকপুর থানার পুলিশের কাজে শাসক এবং বিরোধী দলের নেতারা সন্তুষ্ট।ভোটের আগের দিন থেকে পরের দিন ভোট শেষে ব্যালট বাক্স ডিসিআরসি কেন্দ্রে পৌছানো পর্যন্ত পর্যাপ্ত পুলিশের তদারকি টহলদারি নজরদারি ছিল বেশ ভালো। নববারাকপুরে ৬৭ টি বুথে মোট ভোটার প্রায় ৬২ হাজার ৭৫৪ জন।খড়দহ এবং নববারাকপুরে দুটো জোন মিলিয়ে সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী ছিল ৭ কোম্পানি।সেক্টর ৭।বিশেষ কুইক রেসপন্স টিম ৯ টি এনআইটি ৪টি সহ আরো বিশেষ এসএসটি টিম।সিপিএমের নববারাকপুর এরিয়া কমিটির সম্পাদক সুনীত ঘোষ বলেন নববারাকপুর ৬৭ টি বুথে তাদের পুলিং এজেন্ট ছিল। দু চারটে জায়গায় এজেন্ট দের একটু অসুবিধা ছিল। বাদবাকি সমগ্র নববারাকপুরে শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে। পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে। ভোটের আগের রাত থেকে যথেষ্ট নজরদারি টহলদারি ছিল। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই নববারাকপুরে পুলিশ প্রশাসন কে।কিছু জায়গায় ছাপ্পা ভোটের চেষ্টা করেছিল শাসক দল। তারা ব্যর্থ হয়েছে। নববারাকপুরে সুষ্ঠু ভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে শেষ দফা লোকসভা নির্বাচন। বিজেপি দমদম উত্তর ১ মন্ডলের প্রাক্তন সভাপতি তাপস তালুকদার জানান গত লোকসভা নির্বাচনের তুলনায় এবছর পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জন্য নববারাকপুরে শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে। কিছু জায়গায় ভোটে বাধা দান এর চেষ্টা আটকে দেয় পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ভোট গ্রহণ কেন্দ্রে থাকায় যথেষ্ট কড়াকড়ি ছিল বিভিন্ন বিদ্যালয়ে গুলিতে। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন নববারাকপুরে উৎসবের আমেজে ভোট হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন।বিভিন্ন ওয়ার্ডে ভোট গ্রহণ কেন্দ্রে সংশ্লিষ্ট পুর প্রতিনিধি সহ ওয়ার্ডের তৃণমূল সভাপতি রা দায়িত্ব সহকারে কাজ করেছেন।পুলিশ প্রশাসন যথেষ্ট দায়িত্ব সহকারে নির্বাচনে সামলেছেন।কোন অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয় নি। শান্তিপূর্ণ ভাবে প্রতিটি বুথে মানুষ ভোট দিতে পেরেছেন। গত লোকসভা থেকে এবছর সৌগত রায়ের মার্জিন বেশ ভালো হবে জানান পুরপ্রধান।সৌগত রায় বেশ ভালো ভোটের ব্যবধানে চতুর্থ বারের জন্য জয়ী হবেন।ব্যারাকপুর ২ ব্লকের খড়দহ বিধানসভার বিলকান্দা ১ এবং বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতে ও প্রায় ৪০ টি বুথ ছিল। ব্যারাকপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন নববারাকপুর থানার পুলিশ সর্বত্র শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে যথেষ্ট দায়িত্ব পালন করেছেন দমদম লোকসভা কেন্দ্রে নববারাকপুর এবং বিলকান্দা লেনিনগড়ে ভোট কেন্দ্রে। ছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ থানার পুলিশ কনস্টেবল। নববারাকপুর পুরসভা এবং বিলকান্দা দুটি গ্রাম পঞ্চায়েতে সর্বত্র প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles