20 C
Kolkata
Wednesday, December 4, 2024
বিশ্ব বাংলা নিউজকলকাতারবিবাসরীয় জমজমাট প্রচার জনসংযোগে অধ্যাপক সৌগত রায়

রবিবাসরীয় জমজমাট প্রচার জনসংযোগে অধ্যাপক সৌগত রায়

নিজস্ব প্রতিনিধি, বিরাটি : গরমে দাবদাহ উপেক্ষা করে রবিবাসরীয় জমজমাট প্রচার পদযাত্রা সারলেন দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়।হুটার জিপে চড়ে দু হাত করজোড়ে ভোট প্রার্থনা করেন প্রার্থী সৌগত রায় ।উত্তর দমদম পুরসভার ২১,২২ এবং ২৩ নং ওয়ার্ডে বিরাট রোড শো করেন।দুর্গানগর স্টেশন রোডে পুরসভার ২১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে এক সুসজ্জিত বনার্ঢ্য বর্নময় পদযাত্রা শুরু হয় ।শেষ হয় পুরসভার ২৩নং ওয়ার্ডে মাঝেরহাটি ডাক্তার বাগান মোড়ে। পদযাত্রায় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প রূপশ্রী, যুব শ্রী, লক্ষ্মর ভান্ডার পুরোহিত ভাতা, স্বাস্থ্যসাথী লাইভ মডেল দৃষ্টি আকর্ষন করে মানুষের। ছিল মহিলা দের নৃত্য। উত্তর ও মধ্য দুর্গানগর এবং শ্রীনগর এলাকায় পথ পরিক্রমা করে প্রভাতী আলোড়ন ফেলে দেয় এদিন ।পদযাত্রায় ছিলেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস, ২১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কান্তি বসু, স্থানীয় পুর প্রতিনিধি অঞ্জনা বসু কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ ভাবে সামিল হয়।এরপর উত্তর দমদম পুরসভার ১৩,১৪ এবং ১৫ নং ওয়ার্ড পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।রাস্তার দু ধারে বহু মানুষ কেউ ফুলের মালা পরিয়ে আবার কেউ বা ফুল ছিটিয়ে আর্শীর্বাদ করেন প্রার্থী সৌগত রায় কে।পুরসভার ১৪ নং ওয়ার্ডের বনিক মোড় থেকে শুরু করে শেষ হয় ১৫ নং ওয়ার্ডের গৌরীপুর কালিমন্দিরে আগে। এরপর বিকেলে কামারহাটি বেলঘড়িয়া নন্দননগরে মদন মিত্রের মেগা পদযাত্রায় সামিল হন তৃণমূল প্রার্থী সৌগত রায়।শেষে বিভিন্ন পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।রবিবাসরীয় জমজমাট প্রচার ব্যপক সাড়া ফেলে দেয় এদিন সৌগত রায় ।অন্যদিকে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী নিউ বারাকপুরে জনকল্যাণ সমিতির রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,100SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles