মোহাম্মদ শাহজাহান আনসারী:- লোকসভা নির্বাচনের জন্য উৎসবের চেহারা গোটা দেশে। ইতিমধ্যেই নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ষষ্ঠ দফায় অর্থাৎ ২৫ শে মে লোকসভা নির্বাচন রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। রাজনৈতিক দলগুলি ভোট প্রচারে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ কেউ কারোর জন্য। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের উৎসাহিত করতে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে। শুক্রবার বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে দেখা গেল বর্ধমানের ডক্টর স্বপন দত্ত বাউল কে। বাউল গানের মধ্য দিয়ে ভোটারদের উৎসাহিত করলেন তিনি। বিভিন্ন দোকানে গিয়ে পথ চলতি মানুষের কাছে এমনকি বাসে চেপে ভোটদানের কথা জানান। মানুষের একটা ভোট কতটা মূল্যবান তা বাউল গানের মধ্য দিয়ে তুলে ধরে জনসম্মুখে। সংবাদমাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানান দাঙ্গা হাঙ্গামা নয়। কোন মায়ের কোল যাতে খালি না হয় সেই দিকে নজর রাখতে হবে সকলেরই। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্যই তিনি জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন ভোট প্রচারে বাউল গানের ঝুড়ি নিয়