মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া: বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত বন গ্রামের বাসিন্দা, গুরুপদ মন্ডল প্রতিদিনের মতো সে জঙ্গল লাগোয়া নিজের বাগানে গরুর জন্য ঘাস কাটতে যাই। সেইমতো আজও ঘাস কাটতে গিয়েছিল সেই বাগানে সেখানে সে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই আগুন নিভাতে গিয়েই ঘটলো বিপত্তি। তার ছেলে অদ্বৈত মন্ডল জানিয়েছে যে সে প্রতিদিনের মতোই তার বাবাকে জল দিতে যেত আজও সে জল দিতে গিয়ে দেখল আগুনে মধ্যে পুরে পড়ে রয়েছে তার বাবা তড়িঘড়ি সে ডাকে গ্রামবাসীদের এবং এই ঘটনার খবর পেয়ে তৈরি আসে বেলিয়াতোড় থানার পুলিশ ও ফরেস্টের আধিকারিকরা। তড়িঘড়ি সেই আহত ব্যক্তিকে বেলিয়াতোড় প্রাথমিক শাস্ত্রকেন্দ্র নিয়ে যাওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছিল সেখানে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেছে।
মৃত ব্যক্তির ছেলে অদ্বৈত মন্ডলের দাবি যে অসাধু ব্যক্তিরা এই ধরনের কাজ করছেন যেভাবে জঙ্গলে আগুন লাগাচ্ছেন তাদের যেন শাস্তি হয় এবং এই বিষয়ে ফরেস্ট ও পুলিশ প্রশাসন যেন কিছু পদক্ষেপ ন্যায়।