মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রের দুই বাম প্রার্থী একযোগে মিছিল করে নিজেদের মনোনয়ন জমা দিলেন বাঁকুড়ার জেলা শাসকের দফতরে। এদিন সকালে সিপিএম এর বাঁকুড়া জেলা কার্যালয় থেকে দুই প্রার্থী বাম ও কংগ্রেস কর্মীদের যৌথ বিশাল মিছিল সহযোগে হাজির হন জেলা শাসকের দফতরে। নিজেদের জয়ের পরে ব্যাপারে আত্মবিস্বাসী দুই প্রার্থীই। দুই বাম প্রার্থীরই দাবী ২০১৯ এর লোকসভা নির্বাচনে যে শক্তিক্ষয় হয়েছিল তা এই লোকসভা নির্বাচনে পুনরুদ্ধার করেছে বামেরা। তাই লড়াই অনেকটা সহজ। নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিস্বাসী দুই বাম প্রার্থীই।