মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া: লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা থেকে প্রচার বিভিন্ন সময়ে বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে এসেছে। লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে বিজেপি মনোভাবাপন্ন নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী শুরু থেকে জোর চর্চায় ছিলেন। আজ বৃহস্পতিবার নির্দল প্রার্থী হিসেবে জেলা শাসকের দপ্তরে আজ নিজের মনোনয়ন পত্র জমা দিলেন।
জেলার সুভাষ বিরোধী হিসেবে তিনি পরিচিত। তার নমিনেশন ঘিরে শুরু হয়েছিল জোর চর্চা। এবার তিনি নির্দল থেকে নমিনেশন করাই লোকসভা ভোটের মুখে আরো একবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্য এল বলে রাজনৈতিক মহলের মত।
যদিও এই বিষয়ে নির্দল প্রার্থী জীবন চক্রবর্তীর দাবি তিনি বিজেপি মানসিকতার নির্দল প্রার্থী। সংবাদ মাধ্যমের কাছে তিনি দাবি করেন পুরানো দিনের বিজেপি কার্যকর্তাদের এক প্রকার বাদ দিয়ে তিনি নিজের ইচ্ছামত সংগঠন চলাচ্ছেন। আমি জিতলে বিজেপি কেই সমর্থন করবো। আমি প্রমান করে দেব সুভাষ সরকারের কোন জনপ্রিয়তা বাঁকুড়ায় নেই।