মোহম্মদ শাহাজাহান আনসারী, বাঁকুড়াঃ কোতলপুর ট্রাফিক এর পক্ষ থেকে কোতুলপুর ট্রাফিক অফিসে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক করেন কোতুলপুর এবং জয়পুরে তাদেরকে বাঁকুড়া জেলা পুলিশ এবং কোতুলপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।তাদেরকে আজ দেয়া হলো ছাতা চশমা গ্লকন্ডি এবং একটি জলের বোতল।বাঁকুড়া জেলার এই তীব্র গরমে যারা রোদের মধ্যে ট্রাফিক করে তাদের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই জিনিসগুলি দেয়া হলো। তাছাড়াও কোতুলপুর থানার পক্ষ থেকে নেতাজি মোড়ে একটি জলছত্রে আয়োজন করা হয়েছে। যে সমস্ত পথ চলতি মানুষ এবং নেতাজি মোড়ে যে সমস্ত বাস যাত্রীরা আসছে তাদেরকে জল ঝোলা এবং গুড় দেওয়া হচ্ছে। কোতুলপুর থানার পক্ষ থেকে এটি করা হচ্ছে। সিভিক দিকেএই সাবান আজ তুলে দেন বাঁকুড়া জেলা ডিএসপি ট্রাফিক কৈলাস পতি মাহাতো এবং তাছাড়া উপস্থিত ছিলেন কোতুলপুর শিয়াই বাঁকুড়া ট্রাফিক ইন্সপেক্টর কোতুলপুর থানা ও জয়পুর থানার ভারপ্রাপ্ত অধিকারী।জলছত্ত্ব যেখানে হচ্ছে সেখানে যেওবাঁকুড়া জেলা ডিএসপি ট্রাফিক কৈলাস পতি মাহাতো সাধারণ মানুষকে গুড় ছোলা দেন।এক স্থানীয় লোক আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে বলেন এই তীব্র গরমে পুলিশ প্রশাসন এই জলছত্র করছে এতে খুব আমরা উপকৃত।