মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া :বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজের ব্লাডব্যঙ্কে প্রবল রক্তসঙ্কটের কথা মাথায় রেখে এবার তা মেটাতে এগিয়ে এলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। অনুগামীদের সঙ্গে নিয়ে আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ব্লাড ব্যঙ্কে হাজির হয়ে বেশ কয়েক ইউনিট রক্ত তুলে দিলেন তিনি । পাশাপাশি তিনি এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানালেন অন্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষকেও। তৃনমূলের কটাক্ষ সুভাষ সরকারের এই কর্মসূচী আসলে ভোটের আগে নাটক।
একদিকে প্রবল গরম। অন্যদিকে রাজনৈতিক কর্মীদের ভোটের ব্যস্ততা। আর তার জেরে বাঁকুড়া জেলায় এখন প্রায় বন্ধ রক্তদান শিবির। এর জেরে তীব্র রক্ত সঙ্কট দেখা দিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। ব্যহত হচ্ছে চিকিৎসা পরিসেবা। এই খবর পেতেই নড়েচড়ে বসেন বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। পেশায় চিকিৎসক সুভাষ সরকার নিজের ভোটপ্রচার কর্মসূচী বাতিল করে আপৎকালীন ভাবে অনুগামীদের সঙ্গে নিয়ে আজ সকালে পৌঁছে যান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। অনুগামীদের পাশাপাশি নিজেও রক্ত দান করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু বয়সজনীত কারনে মেডিক্যাল কলেজের চিকিৎসকরা তাঁকে রক্তদানে বিরত থাকার পরামর্শ দেন। এরপর সুভাষ সরকার নিজে দাঁড়িয়ে থেকে অনুগামীদের রক্তদানে উৎসাহ যোগান। পাশাপাশি তাঁর আহ্বান গ্রীষ্মকালীন এই রক্তসঙ্কট মেটাতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষকেও রক্তদানে এগিয়ে আসতে হবে । সুভাষ সরকারের এই কর্মসূচীকে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল। তৃনমূলের দাবী সুভাষ সরকার যদি প্রতিদিন এভাবে অনুগামীদের নিয়ে গিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রক্তদান করেন তাহলেই বোঝা যাবে তিনি সমাজসেবা করছেন। কিন্তু তা না করে সুভাষ সরকার আসলে ভোটের আগে নাটক করছেন।