জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক ও বিরোধী দলের সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চলছে জোরকদমে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা ভূমিপুত্র বিপ্লব মিত্র অন্যদিকে, বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচনী প্রচার পর্বে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ এই দুই হেভিওয়েট নেতা। শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর এলাকায় রোদের প্রখর তাপকে উপেক্ষা করে বাইক র্যালি করে নির্বাচনী প্রচার করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র। এই দিন বংশীসারী ব্লকের ব্রজপল্লবপুর এলাকার বিভিন্ন প্রান্তে বাইক নিয়ে র্যালি করেন প্রার্থী বিপ্লব মিত্র। এই র্যালিতে তার সাথে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূলের নেতৃত্বরা।