জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: ঢাক ঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার দুপুরে বালুরঘাট শহরে এক সুবিশাল মিছিল সারা বালুরঘাট শহর পরিক্রমা করে কালেক্টারি অফিসে উপস্থিত হয় এবং সেখানেই মনোনয়নপত্র জমা দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন দুপুরে তিনি বালুরঘাট বিমানবন্দর উপস্থিত হন এবং তাকে স্বাগত জানান সুকান্ত মজুমদার এরপরই বালুঘাট শহরের হিলি মোরে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে এক সুবিশাল মিছিল ছাড়া বালুরঘাট শহর পরিক্রমা করে কালেকটারি অফিসে এসো উপস্থিত হয় এবং সেখানেই বিজেপির অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, বালুরঘাটের বিজেপির বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী, জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ বিজেপির এক ঝাঁক বিশিষ্ট নেতৃত্বরা।