মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ বেলিয়াতোড় হাইস্কুলের পরীক্ষার্থীরা এবার পরীক্ষাকেন্দ্র হয়েছে ছান্দার উচ্চ বিদ্যালয়ে। এদিন দুপুরে পরীক্ষা শেষে বেলিয়াতোড় হাইস্কুলের শুভম দাস, প্রিয়জিৎ গরাই ও রনিত রক্ষিত নামের তিন পরীক্ষার্থী একটি বাইকে চড়ে বেলিয়াতোড়ে ফিরছিল। মুড়াকাটার কাছে একটি টোটোকে বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই তিন পরীক্ষার্থীর বাইকে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে ওই তিন পরীক্ষার্থী। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেলিয়ায়তোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে বেলিয়াতোড় থানার পুলিশ পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। আহত তিন ছাত্রর মধ্যে একজনের আঘাত অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।