মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:- সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল খানা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করল বিজেপি। এদিন দুপুরে বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়ক প্রতিকি দশ মিনিট অবরোধ করে অবরোধ কর্মসূচিতে পালন করলো বিজেপি যুব মোর্চা নেতাকর্মীরা। এই বিক্ষোভ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মন্ডল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার মুল ফটক ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব।এদিন দুপুরে গঙ্গাজলঘাটি বাজারে একটি মিছিল করে থানার সামনে আসে বিজেপি কর্মী সমর্থকরা। এরপর থানার মূল গেট দীর্ঘক্ষণ বন্ধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। একইভাবে বাঁকুড়া সদর থানা এলাকায় মিছিল করে এসে প্ল্যকাড্, ফেস্টুন হাতে বিক্ষোভের সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকরা। এই আন্দোলনে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মন্ডল ও মহিলা মোর্চা সভাপতি ববিতা ব্যানার্জি সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা । বিক্ষোভকারীদের দাবি সন্দেশখালীতে মহিলাদের প্রতি যেভাবে অত্যাচার করা হয়েছে, আন্দোলনকারী মহিলাদের পুলিশ যেভাবে প্রতিহিত করেছে সেই কারণেই রাজ্যের প্রতিটি থানায় বিক্ষোভ ঘেরাও কর্মসূচি পালন করছে বিজেপি নেতৃত্ব। অবিলম্বে সন্দেশখালীর ঘটনায় শাজাহান আলী সহ তাদের সাগরেদদের গ্রেফতার করতে হবে ও উপযুক্ত শাস্তি দিতে হবে।নচেৎ আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিজেপি নেতৃত্ব।