জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। পাওনাদারদের চাপে আত্মঘাতী বলে অনুমান পরিবারের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার চান্দাহার এলাকায়।পুলিশ জানিয়েছে মৃত ব্যাক্তির নাম অশোক দে (৩৮) বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত কাদিঘাট এলাকায়, তার একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে পাশাপাশি তিনি এলআইসির এজেন্ট ও ব্যক্তিগত সমিতির কাজ করতেন। এইদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকা সহ ঐ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।