মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ আচমকাই জয়পুর জঙ্গলে মারুতি ভ্যানে আগুন, দাউ দাউ করে জ্বলছে মারুতি ভ্যান। পুড়ে ছাই মারতি ওমনি ভেন ,তবে হতাহতের কোন খবর নেই।
জানা যায় বাঁকুড়া থেকে পোস্ট অফিসের চিঠি কাগজপত্র নিয়ে আসছিল জয়পুর দিকে সেই সময় হঠাৎই শসার্কিট থেকে আগুন লেগে যায় এমনটাই জানান ওই গাড়ির চালক। তবে কিভাবে লাগলো আগুন তা তদন্ত করে দেখছে জয়পুর থানার পুলিশ। তবে স্থানীয় সূত্রে খবর আজ সকালের দিকে বাঁকুড়ার দিক থেকে ছুটে আস একটি মারুতি ভ্যান আচমকায় গাড়ির থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রত্যক্ষদর্শীরা, সাথে সাথে ড্রাইভারকে বলা মাত্রই গাড়ি দাঁড় করিয়ে দেন ড্রাইভার। কোনক্রমে কাগজপত্র কিছু বার করতে পারলেও তবে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি কাগজপত্রের। তবে গাড়িটি পুড়ে ছাই, গাড়ির কিছু অবশিষ্ট আর কিছুই নেই মাথায় হাত গাড়ি চালকের। গাড়ির ড্রাইভার তিনি বলেন প্রতিদিন পোস্ট অফিসের মালপত্র প্রতিদিনের মতোই তিনি নিয়ে আসছিলেন হটাৎ আগুন লেগে যায় কোনক্রমে তিনি কিছু কাগজপত্র বার করতে পারলেও কিছু অবশিষ্ট রয়ে যায় গাড়ির ভেতরে,অনেক চেষ্টা করেও তিনি বার করতে পারেননি দাউ দাউ করে আগুন জ্বলে যায়। আর এই ঘটনার খবর পেয়ে ছুটে যান জয়পুর থানার পুলিশ ও স্থানীয় মানুষজন দ্রুততার সাথে আগুন নেভানোর চেষ্টা করে তবে ততক্ষণে পুড়ে ছাই মারুতি ভ্যান।