জয়দীপ মৈত্র,দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা ,১০০ দিনের কাজের টাকা না দেওয়া ,বাংলার মুখ্য মন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ গ্রহণ সভা করেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য । এদিন গঙ্গারামপুরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহিলাদের নিয়ে সভা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যে সভা থেকে মহিলাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা নির্বাচনে শাসকদলের হয়ে লড়ার বার্তা দেওয়া হয় তিনি । পাশাপাশি রাজ্যে সরকারের উন্নয়নের খতিয়ান ও কেন্দ্রের বঞ্চনার নিয়ে সভায় তুলে ধরেন রাজ্য মহিলা তৃণমূল নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের সভায় রাজ্য ও জেলার একাধিক মহিলা সংগঠনের নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।