26 C
Kolkata
Friday, September 13, 2024
বিশ্ব বাংলা নিউজজেলাবাঁকুড়া শহরে এই প্রথম বার শুরু হল শরীর ভাল করা মেলা

বাঁকুড়া শহরে এই প্রথম বার শুরু হল শরীর ভাল করা মেলা

মোঃ শাহাজান আনসারী,বাঁকুড়া: বাঁকুড়ার আনাচে কানাচে সারা বছর হাজার হাজার মেলা লেগেই থাকে। শীত কালে মেলার সংখ্যাটা স্বাভাবিক ভাবেই বেড়ে যায়। তবে বুধবার বাঁকুড়া শহরে এই প্রথম বার শুরু হল শরীর ভাল করা মেলা। বিশেষ এই মেলায় আপনি পেয়ে যাবেন স্বাস্থের উন্নতির জন্য হাজার হাজার টোটকা এবং টিপস। বাঁকুড়া শহরে অডিটোরিয়াম প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের, আয়ুষ শাখার উদ্যোগে ১৭ তারিখ শুরু হল এই শরীর ভাল করার মেলা। মেলায় থাকছে নানান ভেষজ গাছের প্রদর্শনী, ভেষজ চারা বিতরণ কেন্দ্র, যোগ চিকিৎসা শিবির, হোমিপ্যাথি চিকিৎসা শিবির। বলাই বাহুল্য আয়ুষ চিকিৎসা ব্যবস্থা বাঁকুড়া জেলা জুড়ে চালু রয়েছে দীর্ঘ দিন। সারা বছর জুড়ে ৪২ আয়ুষ ক্লিনিকে প্রায় দেড় লক্ষের কাছাকাছি রোগী উপকৃত হয়েছেন। এই সংখ্যাটা বাঁকুড়া CMOH ডঃ শ্যামল সরেন জানান।
গাছেই রয়েছে ঔষধ। আয়ুষ চিকিৎসা অর্থাৎ আয়ুর্বেদিক চিকিৎসার মূল মন্ত্রই হল ওষুধ হিসেবে শরীরে যেগুলি প্রবেশ করছে সেগুলিকে জেনে এবং বুঝে তবেই ব্যবহার করতে হবে। এই কারণে প্রয়োজন সচেতনতা। সেই কারণেই বাঁকুড়ায় ২০২৪ এর শীতে শুরু হল আয়ুষ মেলা।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles