মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ- “হয় কাজ দিন, নয় মৃত্যু দিন” “কাজ দাও, নইলে মোদের বিষদাও” স্লোগান তুলে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজম্যান্ট এণ্ড আপদ মিত্র ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার ওই সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে ‘অবিলম্বে সরকারী যেকোন দপ্তরে কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলাশাসকের দপ্তরের সামনে শুয়ে পড়েন।
ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজম্যান্ট এণ্ড আপদ মিত্র ফাইটার অ্যাসোসিয়েশান বাঁকুড়া জেলা কমিটির তরফে বলা হয়েছে, গত ২০২২ সালের নভেম্বর মাসে প্রশিক্ষণ শেষ হয়। তারপর এক বছর কেটে গেলেও কেউ কাজের সুযোগ পায়নি। একাধিকবার জেলাশাসক থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করলেও কাজ হয়নি। এই অবস্থায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান। কাজ না পেলে প্রয়োজনে স্বেচ্ছামৃত্যুতেও যেতে রাজী বলে জানিয়েছেন।
এদিনের বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেওয়া ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজম্যান্ট এণ্ড আপদ মিত্র ফাইটার অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, প্রশিক্ষণ প্রাপ্তির পর আমরা দেড় বছর বসে আছি। কাজ নেই, আমাদের বিপর্যয় মোকাবিলায় ব্যবহার করা হবে বলে কথা দেওয়া হয়েছিল, এই সময়কালে জেলায় কি কোন বিপর্যয় হয়নি ? জেলাশাসক তাদের স্মারকলিপি গ্রহণ না করলে শরীরের রক্ত দিয়ে নিজেদের দাবি লিখে যাবো। এমনকি আগামী লোকসভা নির্বাচনেও এই বিষয়টি যথেষ্ট প্রভাব পড়বে বলে তিনি জানিয়েছেন।
বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারী।