মোহাম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়াঃ নতুন রাস্তার জন্য মাস খানেক ধরে খোঁড়া রয়েছে রাস্তা, রাস্তা নির্মাণে গড়িমসি ঠিকাদারের। প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। বরাদ্দ মেলার পর নতুন করে রাস্তা নির্মাণের বরাত মিলেছিল। কাজও শুরু হয়েছিল। সেই রাস্তার বেশিরভাগ অংশ তৈরী হয়ে গেলেও প্রায় দু কিলোমিটার রাস্তা খুঁড়ে প্রায় মাস খানেক ফেলে রেখেছে ঠিকাদার। এবড়ো খেবড়ো রাস্তায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। ধুলোয় ভরছে গোটা এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের পাটপুর বাজারের। কোতুলপুর থানার পুলিশ আশ্বাস দিতে পথ অবরোধ উঠে। এলাকার মানুষ এর জন্য দায়ী করেছে কন্ট্রাক্টরকে।