মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া: বর্তমান টেকনোলজির যুগে অনেকটাই এগিয়ে গেছে দেশ ও বিশ্ব বাজারে। কিন্তু স্বাধীনতার একশো বছর পর ভারতকে আরো অগ্রসর হতে হবে এই বিষয়ে যুবসমাজকে সাথে নিয়ে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বাঁকুড়া খ্রিস্টান কলেজে। এই দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন যুবক যুবতীরা কিভাবে ২০৪৭ সালে ভারতবর্ষকে বিশ্ব দরবারে আরো ভালোভাবে বিকশিত করা যাবে। বর্তমান যুবসমাজকে কতটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে তা নিয়েও আলোচনা হয়।
এই দিনের এই বিশেষ আলোচনা সভাতেই উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা যুব আধিকারিক অন্বেষা ভট্টাচার্য ছাড়াও খ্রিস্টান কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকেরা।
এই বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহন করা এক ছাত্রী জানান শুধু সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে দেশকে বিকশিত করা যাবে না। এর জন্য সমাজের সর্বত্র শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। ২০৪৭ সাথে দেশের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে। তাই দেশের উন্নতিতে যুব সমাজকে এগিয়ে আসতেই হবে।