মোহাম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়াঃ সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্রের শাসক বদলের ডাক দিয়েছে তৃণমূল। সেই লক্ষেই রাজ্যের মহিলা তৃণমূলের পক্ষ থেকে চলো পাল্টাই কর্মসূচি ঘোষিত হয়েছে। সেই কর্মসূচিরই অঙ্গ হিসাবে আজ বাঁকুড়ার কোতুলপুরে চলো পাল্টাই মিছিল করলো মহিলা তৃণমূল। আজ বাঁকুড়ার কোতুলপুরে গোপীনাথপুর কালীতলা এলাকা থেকে মিছিল বের হয়। মিছিল শেষ হয় শিহর অঞ্চলের পাটপুর বাজারে। মহিলা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভানেত্রী জানিয়েছেন রাজ্য নেতৃত্বের নির্দেশে চলো পাল্টাই কর্মসূচির প্রাথমিক ধাপে প্রতিটি অঞ্চলে তিনটি করে পাড়া বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে এবার চলো পাল্টাই মিছিল শুরু হলো।