নিজস্ব প্রতিনিধি, বারাসাতঃ ইংরাজী নববর্ষের প্রথম দিন। একই সঙ্গে এদিন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবসে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর বেশ কিছু মানুষের হাতে নতুন বস্ত্র,ফল, মিষ্টি বিতরণ করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। বছরের প্রথমদিন তার এই সমাজসেবা মূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসির উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।