মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া: বাঁকুড়া আজ ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় জেলায়,ব্লকে ব্লকে পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বাঁকুড়ার কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটু অন্যরকম ভাবে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, প্রায় ২০০ জন শীতার্থ মানুষকে শীত বস্ত্র এবং কম্বল তুলে দিলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালি প্রতিহার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল মহিলা নেত্রী সঙ্গীতা মালিক,কোতুলপুর ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামি,কোতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মনুমুন মিদ্যা সহ একাধিক নেতৃত্ব। শীতার্থ মানুষেরা এভাবে উষ্ণতার ছোঁয়া পেয়ে বেজায় খুশি। দুহাত ভরে তারা আশীর্বাদ প্রদান করলেন কোতুলপুরের বিধায়ককে।