İstanbul escort bayan Adana Escort bayan

20 C
Kolkata
Monday, January 20, 2025
বিশ্ব বাংলা নিউজজেলাকোতুলপুর থানায় চক্ষু পরীক্ষা শিবির

কোতুলপুর থানায় চক্ষু পরীক্ষা শিবির

মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ লোকেসারানন্দ আই ফাউন্ডেশন তথা বাঁকুড়া জেলা পুলিশ ও বাঁকুড়া পুলিশ সুপার বই ভব তেওয়ার এই উদ্যোগে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। বিষ্ণুপুরের এসডিপিও আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে জানান বিষ্ণুপুর সাব ডিভিশনের যতগুলি থানা আছে ততগুলি থানাতে এই ক্যামটি হবে। আজকে কোতুলপুর থানার আন্ডারে, এই ক্যাম্পটি করা হচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই থানা এলাকায় যাদের চোখের সমস্যা আছে যাদের চোখের অপারেশন করতে হবে তাদেরকে বিনা পয়সায় এই অপারেশন করানো হবে এবং তাদেরকে বিনামূল্য চোখের চিকিৎসা করা হবে। এবং তিনি আরো বলেন আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনে 6 তারিখ পর্যন্ত বিষ্ণুপুর সাব ডিভিশনের মধ্যে যে সমস্ত থানা আছে সে সমস্ত থানাতে এই চক্ষু পরীক্ষা শিবির চলবে। বিষ্ণুপুর এসডিপি ও তিনি আরো বলেন জনগণকে আমি বলতে চাইছি বিষ্ণুপুর বাঁশি বিষ্ণুপুর সাব ডিভিশনের মধ্যে যারা থাকে বিষ্ণপুর সাব ডিভিশনে প্রত্যেক থানাতে এই ক্যাম্পটি করা হবে কালকে এই ক্যামটি অনুষ্ঠিত হবে ইন্দাস থানায় এরপরে ক্যামটি অনুষ্ঠিত হবে পাত্রসায়ের থানায় তারপর অনুষ্ঠিত হবে সোনামুখী থানায় এবং জয়পুর থানায় ৬ তারিখে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। তারপরে একটি ফলক চেকআপ করা হবে চোখটি ঠিকঠাক কাজ করছে কিনা এই পুরো জিনিসটি বিনা পয়সায় করানো হবে।এমনটিই বললেন আমাদের ক্যামেরার সামনাসামনি হয়ে বিষ্ণুপুরের এসডিপিও জনাব কুতুবুদ্দিন খান। আজ কোতুলপুর থানায় চক্ষু পরীক্ষা হয় প্রায় ৪০০ অধিক। এবং যারা চক্ষু পরীক্ষা করতে এসেছে কোতুলপুর থানার তাদের দুপুরবেলা মধ্যাহ্নভোজনের ও ব্যবস্থা করা হয়েছে।

বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন বিশ্ব বাংলা নিউজের ওয়েবসাইট এ।

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
22,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles