নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ১ লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এর পাশাপাশি কলকাতা পুরসভার মহানাগরিক তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের ৬৫ তম জন্মদিন উপলক্ষ্যে একগুচ্ছ সামাজিক কর্মসূচি পালন করলো কলকাতা পুরসভার ৮৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ইতিবৃত্ত তুলে ধরেন মেয়র ফিরহাদ হাকিম।উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শীনি হাকিম,পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,বোরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, সোনা দা,দিলীপ দাস,ছোটন,পিটার,মলয়সহ বিশিষ্ট ব্যক্তিরা।