মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ আজ জোড়হিড়া অঙ্কিত মেটাল এন্ড পাওয়ার লিমিটেড, কারখানার বাইরে অঙ্কিত মেটাল এন্ড পাওয়ার লিমিটেড তৃণমূল ঠিকা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজ এ এম পি এল কর্তৃপক্ষের শ্রমিকদের প্রতি প্ররোচনার প্রতিবাদে ২৬ দিনের কাজের বিভিন্ন দাবিতে ও অনির্দিষ্ট কালের জন্য অবস্থান অনশন করেন। তাদের দাবি ২৬ দিন ডিউটি দিতে হবে, অবিলম্বে PF-ESI চালু করতে হবে, শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, প্রতি মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে বেতন দিতে হবে, শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন দিতে হবে, শ্রমিকদের চার মাসের পিএফ থেকে কেটে নেওয়া টাকা শ্রমিকদের একাউন্টে জমা দিতে হবে, সমস্ত ঠিকা শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে, অবিলম্বে সমস্ত রিটায়ার্ড পার্সনদের পাওনা টাকা মেটাতে হবে।
আরো বিভিন্ন দাবি নিয়ে আজ অবস্থান অনশন করেন।এই প্রসঙ্গে INTTUC সেক্রেটারি পার্নাল আচার্জী জানান পেমেন্ট জানুয়ারির দশদিনে হাজির হবে PF-ESI এখনো পর্যন্ত হয়নি PF চার মাস কাটা হয়েছে এখনো পর্যন্ত জমা হয়নি বোনাসের টাকা বাকি প্রত্যেক বছর এভাবে অঙ্কিত মেটাল এন্ড পাওয়ার লিমিটেড কারখানা এভাবে তালবাহানা করে তারপর চালু হয় তাদের দাবি ২৬ দিনের কাজ চাইছে ও দুমাস কুড়ি দিনের পেমেন্ট বাকি আছে বকেয়া পাওনা চাই।