মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্গত রামচন্দ্রপুর মানাচরে ড্রোনের মাধ্যমে অবৈধ পোস্ত চাষের উপর অভিযান চালায় জেলা আবগারি দপ্তর। ড্রোনের মাধ্যমে এলাকা পরিদর্শন করে তারপর বেশ কয়েক বিঘা, পোস্ত গাছ নষ্ট করা হয়। বাঁকুড়া জেলা আবগারি দপ্তরের জেলা সুপার নিমাই বিশ্বাস বলেন, পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল , ১২ ই ডিসেম্বরের মিটিং অনুসারে ডেপুটি কালেক্টর সদর , পুলিশ এবং জেনারেল এডমিনিস্ট্রেশনের নেতৃত্বে জপমালা রামচন্দ্রপুর মানাচরে মূলত মেজিয়া সার্কেলে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চালিয়ে বেশ কয়েক বিঘা পোস্ত চাষ নষ্ট করা হয়েছে এবং পরবর্তীতে কালেক্টর সাহেবের নির্দেশে আরো অভিযান চালানো হবে বলে তিনি জানান। মেজিয়ার পর বড়জোড়াতেও এই অভিযান হবে এই একই পদ্ধতিতে। তিনি আরো বলেন, আজ মেজিয়াতে প্রথম শুরু হলো, পরবর্তীতে আমরা জিরো টার্গেটে পৌঁছাতে পারবো এমনটাই আশা করা যায়। যারা এই পোস্ত চাষ করছে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা নেওয়া হবে বলেও তিনি জানান।