জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো একটি নৃত্য সংস্থার ওয়ার্কশপ। বুধবার থেকে শুরু হওয়া এই ওয়ার্কশপ চলবে আগামী তিনদিন পর্যন্ত।ওয়ার্কশপে অংশগ্রহণ করতে কলকাতা থেকে আসেন ড্যান্স বাংলা খ্যাত কোরিওগ্রাফার অ্যালেন পেরিস।এদিন গঙ্গারামপুর সুদীপ ডান্স একাডেমির পক্ষ থেকে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়। এদিনের এই ওয়ার্কশপে কোরিওগ্রাফার অ্যালেন প্যারিস ছাড়াও হাজীর ছিলেন সুদীপ ডান্স একাডেমীর কর্ণধার সুদীপ সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, গঙ্গারামপুরের ডান্স একাডেমী গুলোর মধ্যে অন্যতম সুদীপ ডান্স একাডেমি। গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে সুদীপ ডান্স একাডেমীর ছাত্র-ছাত্রীরা। সংস্থার ছাত্রছাত্রীদের উন্নত নৃত্য প্রশিক্ষণ প্রদান করতে ওয়ার্কশপের আয়োজন করলো সুদীপ ডান্স একাডেমী। বুধবার থেকে শুরু হওয়া এই ওয়ার্কশপ চলবে আগামী তিনদিন পর্যন্ত। এ বিষয়ে ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত কোরিওগ্রাফার অ্যালেন প্যারিস এবং সুদীপ ডান্স একাডেমির কর্ণধার সুদীপ সিংহ রায় জানান” আমাদের এই তিন দিনের ডান্স ওয়ার্কশপ চলবে গঙ্গারামপুরে, মূলত কলকাতায় গিয়ে আমাদের এখানকার প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের নাচ শেখা অসম্ভব প্রায় তাই আমাদের সুদীপ ডান্স একাডেমির পক্ষ থেকে এই তিন দিনের ডান্স ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন ধরনের ডান্স ফমের মধ্য দিয়ে আমরা গঙ্গারামপুরে এই ওয়ার্কশপে সকলকে বিভিন্ন ধরনের ডান্স শেখাবো। আগামী দিনে আরো সামনের দিকে অগ্রসর হয় এই ডান্স ক্যারিয়ার নিয়ে”। এদিন গঙ্গারামপুরে এই ডান্সের ওয়ার্কশপে উপস্থিত হওয়া ডান্স বাংলা ডান্স খ্যাত কোরিওগ্রাফার অ্যালেন পেরিসকে দেখতে ভিড় জমান পুরো গঙ্গারামপুর শহরের আবাল-বৃদ্ধ-বনিতা।