মোহম্মদ শাহাজাহান আনসারী, বাঁকুড়া:- খ্রিস্টান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আজ একটি নতুন অভিনব উদ্যোগ গ্রহণ করে ছাত্র-ছাত্রীদের কথা ভেবে। মূলতঃ ছাত্রছাত্রীদের মুখে সামান্য কিছু খাবার তুলে দেওয়ার জন্য একটি অভিনব উদ্যোগ নিল সংবেদন প্রকল্পের মাধ্যমে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই অধ্যাপক অরুণাভ ব্যানার্জ্জী এবং সচ্চিদানন্দ রায়ের মস্তিষ্কপ্রসুত এই প্রকল্প। বিভাগীয় প্রধান অরুনাভ ব্যানার্জী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সকালবেলায় ক্লাস নিতে এসে আমরা লক্ষ্য করেছি যে অনেক ছাত্র-ছাত্রী বলে তারা না খেয়ে এসেছে। কেউ বহু দূর থেকে আসছে বাড়ি থেকে খেয়ে আসতে পারেনি। কারো এনসিসি ক্লাস ছিল তাই টিফিন করতে পারেনি। এমতাবস্থায় দুটি ক্লাসের মাঝখানে তারা বলে যে তাদের খিদে পেয়েছে এবং তারা টিফিন করতে যেতে চায়। এমতাবস্থায় আমাদের মনে হলো যে কোন ছাত্রকেই যাতে অভুক্ত অবস্থায় ক্লাস করতে না হয় তার জন্য আমরা নিজেদের উদ্যোগে সামান্য কিছু খাবার খাওয়াবো। মূলত মুড়ি গুড় ও ছোলা ভেজা তাদের দেওয়া হবে। আজ এই প্রকল্পের উদ্বোধন করেন অধ্যক্ষ ডক্টর ফটিক বরন মন্ডল, উপস্থিত ছিলেন ডঃ শান্তনু মন্ডল, ডঃ অনুপম ঘোষ, ডক্টর রাজকুমার মাইতি, ডক্টর পৃথিরাজ কারক সহ অন্যান্য কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। বিভিন্ন শিক্ষাঙ্গনে যেখানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের নানা বিষয়ে মতপার্থক্য হচ্ছে এবং মানসিক দূরত্ব তৈরি হচ্ছে সেখানে এরূপ এরূপ একটি ছাত্র দরদী পদক্ষেপ ছাত্র-শিক্ষক সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করল এই উদ্যোগ নিঃসন্দেহে ছাত্র-ছাত্রীদের মধ্যে ভালো অনুভব তৈরি করবে এবং শিক্ষকদের প্রতি আস্থা ও শ্রদ্ধার মনোভাব বাড়াবে তা আশা করাই যায়।