মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: ডেঙ্গু বিজয় অভিযানে নামল বিষ্ণুপুর পুরসভা। পুরসভার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে আজ এই অভিযান চালানো হয়। ৩ নং ওয়ার্ডে খোদ পুরসভার চেয়ারম্যান, বিধায়ক , মহকুমা শাসক, অ্যাডিশনাল এসপি ,SDPO, ঝাঁটা হাতে বিভিন্ন জায়গার আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। সাফাই কর্মীরা ড্রেন পরিষ্কার করা থেকে শুরু করে ব্লিচিং ছড়ানোর কাজ করেন। চলে মশা মারা স্প্রে করার কাজ। ডেঙ্গু সচেতনতায় আগামী বেশ কয়েকদিন ধরে এই কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী একইসাথে শহরবাসীকে তিনি ডেঙ্গু সচেতনতার বার্তা দিয়েছেন…., সাথে বিষ্ণুপুরের মহকুমারশাসক অনুপকুমার দত্ত তিনি জানিয়েছেন বিষ্ণুপুর হাই স্কুল মোড়ে বা বিষ্ণুপুর শহরে বিভিন্ন যে সমস্ত দোকানগুলি রয়েছে তাদেরকে নিয়ে আমরা সতর্ক করেছি তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং পৌরসভার যে নির্দিষ্ট স্থান রয়েছে আবাজনা ফেলার সেই জায়গাতেই যেন আবর্জনা ফেলে , অপরদিকে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী তিনি জানিয়েছেন ডেঙ্গুর সতর্কতা এবং আবর্জনা এসব নিয়ে বিভিন্ন পৌরসভার কর্মীরা তারা বুঝাচ্ছেন প্রচার করছেন মন্দিরনগরের বিষ্ণুপুরে পর্যটনের মূল পান কেন্দ্র হাই স্কুল মোড় সংলগ্নস্থানে যে সমস্ত দোকানদাররা আবর্জনা ফেলছেন তাদেরকে বুঝানো বা সতর্কতা করা হয়েছে , না শুনলে পৌর আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার দপ্তর তা নিবে