অভিজিৎ হাজরা, হাওড়া : পৃথিবীর সর্বকালের সর্বদেশের অন্যতম শ্রেষ্ঠ ননসেন্স রাইমের গ্রন্থ হল সুকুমার রায়ের লেখা – ‘ আবোল তাবোল ‘।১৯২৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল রায় পরিবারের- ই প্রকাশনা সংস্থা ‘ ইউ রায় এন্ড সন্স ‘ থেকে।তারপর ১০০ বছর হয়ে গেল।বইটি এখনো সমান শিশুদের প্রিয়।অসংখ্যবার গ্রন্থটি মুদ্রিত হয়েছে কিন্তু বিক্রিতে ভাঁটা আসেনি কখনো।এর প্রতিটি ছড়া বা কবিতাই শিশুদের আবৃত্তিযোগ্য।যুগ যুগ ধরে নানা প্রজন্মের শিশু – কিশোরেরা এগুলি আবৃত্তি করে নির্মল আনন্দ পেয়ে আসছে।নি:সন্দেহে কালজয়ী শিশু- ছড়ার বই হল ‘ আবোল তাবোল ‘ ।এই বইয়ের শতবর্ষ পালন করল উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের আমতা ১ পঞ্চায়েত সমিতির অন্তগর্ত সিরাজবাটি চক্রের আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়।
স্রষ্টা সুকুমার রায় – এর ছবিতে মাল্যদান দিয়ে শুরু হয় অনুষ্ঠান।শিশুরা সুকুমার রায়- এর কবিতা আবৃত্তি করে।ছিল ‘ বাবুরাম সাপুড়ে ‘ কবিতার আবৃত্তি প্রতিযোগিতা।প্রথম হয় প্রথম শ্রেণীর দেবাংশী পাল,দ্বিতীয় হয় তৃতীয় শ্রেণীর রূপ মালিক। সুকুমার রায় কে নিয়ে বলেন প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত ও সহশিক্ষক সৌমেন মন্ডল।