মোহাম্মদ শাহজাহান আনসারী,বিষ্ণুপুর: রক্তদান মানে জীবন দান, যেহেতু রক্ত কোন মেশিনে তৈরি করা যায় না তাই মানুষের প্রয়োজনে মানুষকেই এই লাল তরল দান করতে হয়।এদিন বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সিহড় অঞ্চলে বর্ষীয়ান কংগ্রেস নেতা তড়িৎ কুমার কোলের স্মৃতির উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করলেন তার অঞ্চলের সতীর্থরা। এদিনের এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকল দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন,উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ। এদিন মোট ৭৬ জন রক্ত দান করেন এর পাশাপাশি অন্যদের রক্তদান করার জন্য এগিয়ে আসার বার্তাও দেওয়া হয়। কোতুলপুর ব্লক কংগ্রেসের সম্পাদক অসিত কুমার ঘোষ জানান তড়িৎ বাবু আজীবন কংগ্রেস করে গেছেন তাই তাঁর মত বর্ষিয়ার নেতার উদ্দেশ্যেই তাদের এই ধরনের কর্মসূচি, দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই দিন উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাদের এই ধরনের কর্মসূচি আরো নেওয়া হবে বলেই তারা জানান।