মোহাম্মদ শাহজাহান আনসারী,বিষ্ণুপুর : বারে বারে খবরের শিরোনাম উঠে আসছে বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর। কোন প্রত্যন্ত জায়গা নয় খোদ মন্দির নগরীতেই ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। এদিন এমনই এক দুর্ঘটনার সাক্ষী থাকলো মল্লগড় বিষ্ণুপুর। বিষ্ণুপুর পৌর শহরের বিশ্বাস পাড়াতে একসাথে আত্মঘাতী হলেন মা ও ছেলে। বিষ্ণুপুরের বিশ্বাসপাড়ার বাসিন্দা তারাপদ অধিকারী পেশায় পুরোহিত,বাড়ি বাড়ি নিত্য পুজো করে তিনি দিন গুজরান করেন। রোজকারের মতো এদিন বাড়ি বাড়ি নিত্য পূজা করতে গেছিলেন তারাপদ অধিকারী যাকে বাবলু নামে এলাকায় সকলে চেনেন।কিন্তু প্রতিবেশীদের ফোন পেয়ে বাড়ি ফিরে এসে স্ত্রী ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন।পরিবার সূত্রে খবর মৃত ছেলের নাম সুমন অধিকারী এবং মায়ের নাম দীপা অধিকারী। বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ গুলিকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঠিক কি কারণে মা ও ছেলের এই ধরনের কর্মকাণ্ড তা নিয়ে ধন্দ্বে সকলেই। পুরো বিষয়টি বিশদে খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ। মা ও ছেলের একসাথে মৃত্যুবরণের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে।