মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়াঃ বুনো হাতির ভয় যেন কিছুতেই পিছু ছাড়ছেনা। বছরভর হাতির ভয়ে ঘুম ছুটে যায় বাঁকুড়ার বনমহল লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের। বুনো হাতির তান্ডবে আহত হলেন কোনো গ্রামবাসীরা নয় খোদ দু-জন পুলিশ কর্মী।ঘটনাস্থল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আস্থাশোল জংগল। পুলিশ সূত্রে খবর রোজকারের মতো পেট্রোলিং ডিউটিতে গিয়েছিলেন বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহ ফাঁড়ির তিন পুলিশকর্মী। আচমকাই দল ছুট এক বুনো হাতি জংগলের দিক থেকে ছুটে এসে হামলা চালায় তাদের উদ্দেশ্য। বনদপ্তর সূত্রে খবর বর্তমানে যে হাতির দল বাঁকুড়ার বিভিন্ন জংগল গুলিতে অবস্থান করছে তাদেরই এক মধ্যে কোনে এক হস্তিনীনির শাবকের মৃত্যু ঘটে, তার রোষে এই আক্রমন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রথমে বুনো ঐ হাতিটি পুলিশ কর্মীদের দিকে ছুটে এসে তারপর শুঁড় দিয়ে হামলা চালায় বলেই তারা জানাচ্ছেন। স্থানীয় এবং পুলিশের তৎপরতায় আহত ঐ দুই পুলিশ কর্মীকে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। এই ভাবে ভর সন্ধ্যাবেলায় বুনো হাতির আক্রমন যথেষ্টই ভীতির সৃষ্টি করেছে এলাকাবাসীর মধ্যে।