মোহাম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া : – ফের আরেকবার ভয়াবহ পথ দুর্ঘটনার পুনরাবৃত্তি হল বাঁকুড়ার বিষ্ণুপুরে। স্থানীয় সূত্রে খবর এদিন রাত্রি নাগাত কাকিলা বি.এড কলেজের নিকট দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায় একটি মোটরসাইকেল বিষ্ণুপুর থেকে সোনামুখীর দিকে অপরটি সোনামুখী থেকে বিষ্ণুপুরের দিকে আসছিল।এই দুর্ঘটনা জেরে জেরে গুরুতর ভাবে আহত হয় দুই মোটরসাইকেল আরোহী। ওই সময় সোনামুখী থেকে সাংগঠনিক কর্ম সেরে সেই রাস্তা দিয়েই ফিরছিলেন বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব মাল এবং তৃণমূল ছাত্র নেতা সুলতান খান ও সেখ সহেল । তড়িঘড়ি তাদের ও স্থানীয় মানুষদের তৎপরতায় আহতদের উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সে করে বিষ্ণুপুর হাসপাতালে পাঠানো হয় এবং সেই অ্যাম্বুলেন্সের খোদ তৃণমূলের ছাত্র নেতা সুলতান খানও আহতদের সাথে হাসপাতালে যান। এই ঘটনা কোন নতুন নয় প্রায়শই এই জায়গায় বড় বড় দুর্ঘটনা ঘটে তা সত্ত্বেও হুঁশ ফেরেনি প্রশাসনের,পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা থাকলে এই ধরনের দুর্ঘটনাকে এড়ানো যেতে পারতো বলেই জানাচ্ছেন স্থানীয়।স্থানীয়রা এও জানায় ঘটনার প্রায় বেশ কিছু টা সময় পর রাধানগর ফাঁড়ির পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে।বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করেছে এলাকাবাসীর মধ্যে।