মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: আজ বাঁকুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কব্বরডাঙ্গা মহামেডান ইয়ং স্পোটিং ক্লাবের পরিচালনায় ও “বিবেকানন্দ হাসপাতাল, দূর্গাপুর” এর সহযোগিতায় আজ বাঁকুড়ার কব্বরডাঙ্গায় সমাজসেবী রফিকের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এ রক্তদান শিবিরের পাশাপাশি স্বেচ্ছায় শিশু চিকিৎসক হৃদ রোগ চিকিৎসক অস্থিরোগ চিকিৎসক এর আয়োজন করা হয়। জানা যায়, এক সময় রক্তের অভাবে মৃত্যু বরণ করতে হয় রফিককে। তারপরেই কব্বরডাঙ্গা মহামেডান ইয়ং স্পোটিং ক্লাবের সদস্যরা তা়ঁর স্মৃতির উদ্দেশ্যে সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে।