ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: স্বপ্ন হলো একটি বিষম বস্তু। আজকালের এই ইঁদুর দৌড় জীবনে কেউ সেটা বাস্তবে রূপান্তর করতে পারে আবার কেউ সেটা তাদের মনের মধ্যে চাপা রেখে সারা জীবন মুখ বুজে পরে থেকে। আর সেই সমস্ত নারিদের স্বপ্ন বাস্তব করতে এগিয়ে এলেন স্বয়ং অদ্বিতীয়া দত্ত বণিক। সম্প্রীতি প্রতিষ্ঠান করেছেন এসোসিয়েশন অফ গ্লোবাল ওমেন এমপাওয়ারমেন্ট। এদের মূল লক্ষ্য সে সমস্ত মানুষের পাশে থাকে যারা জীবনে কিছু করতে চায় নিজের মত করে এবং শুধু তাই নয় তাদেরকে সেই ভাবে অনুপ্রেরণা দেওয়া ও গ্রুমিং করে তাদের সাহস দেওয়া। মূলত ছাত্রীদের ও অনেক গৃহবধূ দের নিয়ে যারা কিনা ছোট খাটো করে নিজেদের ব্যবসা চালায় তাদের নিয়ে সম্প্রীতি মিস সিটি অফ জয় ২০২৩ হয় গেলো কলকাতার এক হোটেলে। সেই খানে রেগুলার ক্যাটেগরি বিজয়ি হিসেবে ঐশ্বর্য সেন,দেবিকা ঘোষ ও অনুষ্কা পাট্টাদার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। এছাড়াও কার্ভবি ক্যাটেগরিতে বিপাশা রায়,অর্পিতা মাহাতো এবং সুদীপ্তা চক্রবর্তী প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। এদের সাথে উপস্থিত ছিলেন শহরে প্রখ্যাত গ্রুমার তিস্তা সরকার। এদের নিয়ে সল্টলেক এর এক রেস্টোরায় হয়ে গেল একটি সাকসেস পার্টি। সেখানে এই সংস্থার ডিরেক্টর স্বয়ং জানান তিনি এরপরে মূলত মেকআপ আর্টিস্ট, বাচ্চাদের নিয়ে আরো অনেক ধরনের এমন অনুষ্ঠান করার পরিকল্পনায় আছেন। সব চাইতে নজর কেরেছে যখন তিনি জানিয়েছেন আমাদের শহরে পরিবর্তনের উপর তিনি একটি নজর কারা কাজের উপহার দিতে চলেছেন যার নাম হতে চলেছে ক্যালকাটা টু কলকাতা। এরূপ এমন অদ্বিতীয় কাজ অদ্বিতীয় দত্ত বণিক-এর নাম যে ইতিহাসের পাতায় সারা জীবন লেখা থাকবে তা নিয়ে সন্দেহ নেই।