মোহাম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া : আজ বাঁকুড়া জিও কোম্পানির অফিসের সামনে ফায়ার সেফটি এন্ড ফায়ার রিভেনশন এর পক্ষ থেকে আলোচনা সভা করা হয়।
জীও কোম্পানিতে যারা জীবনের ঝুকি নিয়ে কাজ করছে তারা যেন কোন ভাবেই বিপদের সম্মুখীন না হয় তার জন্য আজকে বাঁকুড়ার জিও অফিসের সামনে তিনটি জেলার কর্মীদের নিয়ে আলোচনা করা হলো যে কি ভাবে তারা অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচবে সেই সকল বিষয় নিয়ে তাদেরকে নিয়েই আলোচনা করলেন আর এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন কোম্পানির C,M,N পার্থ প্রতিম মুখোপাধ্যায়, রাজেন মিত্র F,T,S ছাড়াও বাঁকুড়া জেলার C,M,P টিম লিডার নরেন্দ্রনাথ কুনার ও উত্তম মুখার্জী (সার্কেল সেফটি অফিসার) এবং যে সকল কর্মীরা ভাল কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হলো আজকের এই অনুষ্ঠান থেকে।