মোহাম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া : পোশাক পরিবর্তন করেও বাঁকুড়া পুলিশের চোখে ধুলো দিতে পারল না কেশিয়াকোল এলাকার শুট আউট এর অপরাধীরা। গত ৫ই সেপ্টেম্বর বাঁকুড়া শহরের ঢিল ছোড়া দূরত্বে কেশিয়াকোলেই একটি শুট আউট এর ঘটনা ঘটে ঘটনায় জানা যায় যে বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা সাদ্দাম শেখ বাঁকুড়া সংশোধনাগারে ছিলেন ওই দিন তিনি বাঁকুড়া সংশোধনাগার থেকে বাড়ি যাচ্ছিলেন আত্মীয়-স্বজনদের সাথে। হঠাৎ করে তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি দৃষ্টি করে দুষ্কৃতীরা সাদ্দাম শেখ প্রাণে বেঁচে গেলেও তিনজন গুরুতর আহত হন এবং তাদেরকে চিকিৎসার জন্য বাঁকুড়া পুলিশ তাদেরকে নিয়ে যায়। তারপরেই দুষ্কৃতীদেরকে ধরতেই নড়েচড়ে বসে বাঁকুড়া জেলা প্রশাসন দশ দিন পর আসানসোলের আসানসোলের হাসপাতালের কাছ থেকে প্রতাপ দাস কে গ্রেফতার করা হয় । তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় তার বাড়ি জামুরিয়া এলাকায় তার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত। যদিও এই শুটআউট নিয়ে এখনো পর্যন্ত বন্ধ আছে বাঁকুড়া জেলা পুলিশ। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে জানালেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি।