অভিজিৎ হাজরা, হাওড়া :- সমাজসেবী সংগঠন ” ইয়েস মিশন “- এর উদ্যোগে উদযাপিত হল বিশ্ব সাক্ষরতা দিবস উলুবেড়িয়া মহকুমা তথা উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের আমতা ১ নং ব্লকের অন্তর্গত সিরাজবাটি চক্রের আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে এলাকার কচিকাঁচাদের মধ্যে বিতরণ করা হয় বিদ্যাসাগর বিরচিত বর্ণপরিচয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইয়েস মিশনের পরিচালক প্রদীপ রঞ্জন রীত এবং শিক্ষক সায়ন দে। শিশু দের ও অভিভাবকদের বোঝানো হয় শিক্ষার গুরুত্ব। শিক্ষা হল জাতির মেরুদণ্ড ও শিশুরা হল দেশের ভবিষ্যৎ। অতএব কোন শিশু যেন সাক্ষরতার বাইরে না থাকে – এই বিষয়ের উপর বক্তারা জোর দেন। এলাকায় এর আগেও ছাত্র ছাত্রী দের মধ্যে ইয়েস মিশনের তরফে বই খাতা পেন বিতরণ করা হয়েছিল।