অভিজিৎ হাজরা, হাওড়া :- তুর্থ শ্রেণীর পরিবেশ – এর পাঠ্যপুস্তকে আছে – বিশনয়দের গল্প শীর্ষক অধ্যায়। ১৭৩০ সালের ১১ ই সেপ্টেম্বর রাজস্থানের যোধপুরের মহারাজার তরফে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনে সামিল হন বিশনয় উপজাতির কয়েকশত মানুষ, অমৃতা দেবীর নেতৃত্বে রাজস্থানের খেজারলিতে। রাজার আদেশে গাছ জড়িয়ে ধরা কয়েক শো (৩৬০ এর বেশি) আন্দোলনকারীকে হত্যা করা হয়।প্রথম শহীদ হন অমৃতা দেবী স্বয়ং। ঐতিহাসিক আন্দোলনের দিনটি স্মরণে ১১ ই সেপ্টেম্বর২০১৩ থেকে প্রতি বছর পালন করা হয় জাতীয় অরণ্য শহীদ দিবস। চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকে বিশনয়দের আন্দোলনের কথা থাকলেও তাঁদের আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় অরণ্য শহীদ দিবস ( National Forest Martyrs Day) – এর কথা নেই। উলুবেড়িয়া মহকুমা তথা উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিশনয়দের গল্প – অধ্যায়টি পড়াতে গিয়ে এই দিন শিক্ষক প্রদীপ রঞ্জন রীত জাতীয় অরণ্য শহীদ দিবসটি ছাত্র ছাত্রীদের নিয়ে উদযাপন করলেন।ডেকে নেওয়া হয় অন্যান্য শ্রেণীর ছাত্র ছাত্রীদের। সচিত্র শোনালেন সেই গৌরব ময় ইতিহাস। ছাত্র ছাত্রীরা নকল করে দেখালো বিশনয়দের সেই আন্দোলন।শিক্ষক সৌমেন মন্ডলও বিষয়টি আলোচনা করলেন।স্থির হল – এই নিয়ে প্রদীপ বাবু লিখবেন নাটক, ছাত্র ছাত্রীরা করবে অভিনয়।