নিজস্ব প্রতিনিধি, বিরাটী : সোমবার সন্ধ্যায় উত্তর দমদম পুরসভার ১৫৩ তম বর্ষ পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে পুরসভার নিজস্ব লোগো সমন্বিত পোষ্টাল খাম ও ডাক-টিকিটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়। উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, উপপুরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী, নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, ব্যারাকপুর ডিভিশনের পোস্ট অফিসের সিনিয়র সুপারিন্টেনেডেন্ট প্রভাত বন্দ্যোপাধ্যায়, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সমর ঘোষ সহ উত্তর দমদম পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন। মন্ত্রী বলেন ঐতিহ্যবাহী সুপ্রাচীন উত্তর দমদম পুরসভার ১৫৩ তম বর্ষ পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে আজ নিজস্ব লোগো সমন্বিত পোষ্টাল খাম ও ডাক-টিকিটের শুভ উদ্বোধন করা হল। খুব ভাল উদ্যোগ।জেলার বড় পুরসভা খুব ভালো কাজ করে চলেছে। এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি হবে বাড়ির পুজোয় ব্যবহার হওয়া ফুল থেকে হবে ধূপকাঠি ও ভেষজ আবির। রাজ্যে সর্বপ্রথম অভিনব উদ্যোগ উত্তর দমদম পুরসভার।শেষে হয় স্হানীয় শিল্পী সমন্বয়ে সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে পুর আধিকারিক সোমনাথ সামন্ত।