মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত ভৈরব ডাঙ্গা মোড়ে আজ স্কুল ছুটির সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল নবম শ্রেণীর ছাত্রের।
স্থানীয় সূত্রে জানা গেছে এই দিন স্কুল হাফ বেলায় ছুটি হয়ে যাওয়ার পর বড়কুড়া উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল নিয়ে নিজের বাড়ি কদমা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল নবম শ্রেণীর ছাত্র সাগর মন্ডল । সেই সময় বিপত্তি ঘটে ভৈরবডাঙ্গা মোড়ে।
জানাযায় সোনামুখী থেকে বেলিয়াতোড়গামী একটি অ্যাম্বুলেন্স- নবম শ্রেণীর ছাত্র সাগর মন্ডল কে দ্রুত গতিতে ধাক্কা দেয় এবং সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে আসে এবং বেলিয়াতোড় থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে তড়িঘড়ি আসে এবং আহত স্কুল পড়ুয়াকে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হলে সেখানে চিকিৎসক সাগর মন্ডল কে মৃত বলে ঘোষণা করেন।
এখন এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্কুল পড়ুয়ার পরিবার সহ পুরো এলাকা জুড়ে।
এরকম একটি মর্মান্তিক ঘটনার পর এবার পুলিশ প্রশাসন কি ভূমিকা নেয় সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ।