মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের রাঙাম্যেটা থেকে কেলাই হয়ে রাজামেলা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এবার গ্রামের রাস্তা বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ দিতে দেখা গেল খোদ বিজেপি বিধায়ক কে। শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী এই রাস্তা দিয়ে যাতাযাত করেন। তিনি নিজের বেতনের টাকা থেকে রাস্তার গর্ত বুঝানোর জন্য সামগ্রী ফেলেছেন। কোদাল ঝুড়ি হাতে বিধায়ক এবং তাঁর স্বামী রাস্তা সংস্কারের কাজে লেগে পড়লেন। উল্লেখ্যএকুশে বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে গরিব ও ক্ষেতমজুর পরিবার থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাঁকুড়া শালতোড়া বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতলে এই রাস্তার প্রথম সংস্করণ করবেন। কিন্তু বিজেপি বিধায়ক হবার কারণে এই রাস্তার কাজ করতে দিচ্ছে না শাসক দল বলে অভিযোগ করেন চন্দনা বাউরী। তিনি আরো বলেন রাজ্যের তৃণমূল সরকার উন্নয়নের কথা বলেন দীর্ঘদিন এই রাস্তার বেহাল দশা,এখানে উন্নয়ন হয়নি কেন? MLA ফাণ্ডের টাকা খরচ করতে না দেওয়ায় অভিযোগ করেন।বিজেপি বিধায়কের এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন পথচারীরা।অন্যদিকে গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিমাই মাজী বলেন এই রাস্তা পথশ্রীতে উদ্বোধন হয়েছে,কাজ চলছে। এছাড়াও তিনি বিধায়ক কে নাটকীয় মহিলা বলে কটাক্ষ করেন।