অভিজিৎ হাজরা, হাওড়া :- হাওড়া জেলার সাঁকরাইল থানার রাজগঞ্জ হাট এলাকায় ক্রিয়াযোগ মন্দির স্হাপন ও চর্চা কেন্দ্রের উদ্বোধন হলো রাখী মাসিক পত্রিকা ‘ মনিকর্ণী আখ্যান ‘ এর আয়োজনে।’ মণিকর্ণী আখ্যান ‘ এর অন্যতম প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্খী সুভঙ্কর মুখার্জী বলেন,’ যোগী সত্যম জী – র ক্রীড়াযোগ চর্চা যে করে চলেছেন তা ইউটিউব চ্যানেল এর মাধ্যমে আমরা আমাদের সাধ্যমতো প্রচার ও প্রসার ঘটাতে ব্রতি হয়েছি।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।ভক্ত, মেহমান ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো । ইউটিউব চ্যানেল এর লিংক থেকে প্রর্দশীত করা হলো ক্রিয়াযোগ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে । উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা বলেন ক্রিয়াযোগ চর্চা দিকে দিকে অপরিহার্য হয়ে উঠেছে। ‘ মনিকর্ণী আখ্যান ‘ এর সম্পাদক জুলাই দাস মুখার্জি বলেন , ‘ পত্রিকা প্রকাশ করা ছাড়াও বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি ।বহু চেষ্টা করে ক্রিয়াযোগ মন্দির ও চর্চা কেন্দ্র উদ্বোধন হলো। ‘ মনিকর্ণী আখ্যান ‘ এর অন্যতম প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও শুভাকাঙ্খী সুভঙ্কর মুখার্জি বলেন, ‘ সকলে মিলে মিশে একাকার হয়ে এগিয়ে চলুক কার্যক্রম ।তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান করেন।