নিজস্ব প্রতিনিধি, নববারাকপুর : ২০২৪ এর লোকসভা নির্বাচনে কেন্দ্রের মোদী সরকারকে উৎখাত করতে হবে। মোদি হটাও দেশ বাচাঁও শ্লোগানকে সামনে রেখে শনিবার নিউ বারাকপুরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সকল কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ ভাবে সামিল হয়ে দলকে আগামীর লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাত করে দিল্লির মসনদে প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কে বসাতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আরো বেশি সঙ্ঘবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সামিল হওয়ার আওয়াজ তুললেন রাজ্যের মন্ত্রী থেকে সাংসদ বিধায়ক রা। এর ফলে দল আরো বেশি শক্তিশালী হবে। শনিবার নিউ বারাকপুরে কৃষ্টি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজনৈতিক কর্মী সন্মেলন। মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে কর্মী সন্মেলনের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।এদিন শুরুতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজের জন্মদিন পালন করলেন মঞ্চে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে। মন্ত্রী বলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সকল কর্মী সমর্থকদের সঙ্ঘবদ্ধ ঐক্যবদ্ধ ভাবে সামিল হতে হবে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মোদী কে হঠাতে।মনিপুরের নিশংস নারকীয় ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ,সোমনাথ শ্যাম, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, পুরসভার পুরপারিষদ সদস্য সুভাষ ব্যানার্জি, বারাসত পুরসভার উপপুরপ্রধান তাপস দাশগুপ্ত, উত্তর দমদম পুরসভার পুর পারিষদ সদস্য দেবাশিষ ঘোষ, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী,জেলা তৃণমূল নেতা তপন দাস, নিউ বারাকপুর পুরসভার পুরদলনেতা ডাঃ পংকজ কুমার অধিকারী, সহ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি গন।সাংসদ সৌগত রায় দলের পতাকা উত্তোলন করেন এদিন।সাংসদ বলেন শ্রমিক সংগঠনের বিভিন্ন কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ ভাবে সামিল হয়েছেন। হল ঘর ঠাসা। খুব ভালো। সামনেই লোকসভা নির্বাচনে সকলকে বেশি করে সঙ্ঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনা লাঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।নিউ বারাকপুরের আইএনটিটিইউসির সভাপতি প্রবীর সাহা কে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এত সুন্দর ভাবে একটা সন্মেলন করেছেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ বারাকপুর আইএনটিটিইউসির সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা।